ফেনীতে ২৫ ফুট এলইডি স্ক্রিনে বিশ্বকাপ খেলার আয়োজন

আলোকিত ছাগলনাইয়া ডেস্কঃ কাতার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা চরমে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য বড় পর্দায় খেলা দেখতে বাংলাদেশের আনাচে-কানাচে চলছে নানা আয়োজন।

বড় পর্দায় দেখার মজাই তো আলাদা! ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির উদ্যোগে ফেনী জেলা পুরাতন কারাগারের সামনে বড় পর্দায় খেলা উপভোগ করতে বসানো হয়েছে ২৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বিশাল আকারের এলইডি স্ক্রিন। এছাড়া ফেনীর বিভিন্ন গ্রামাঞ্চেলেও বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপ শুরুর আগে মেয়র স্বপন মিয়াজীর উদ্যোগে বিশ্বকাপ উত্তেজনার আনন্দ ঘিরে ফেনীতে দুই হাজার ২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে র‌্যালি করেছেন আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড হাতে নিয়ে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ফেনী পাইলট হাইস্কুল মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পরে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়।

আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা তার প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে তার।

তিনি আরোও বলেন, সবাই মিলে বিশ্বকাপ খেলা দেখার আনন্দ উপভোগ করার মজাই আলাদা। এজন্য বড়পর্দায় খেলা দেখতে বিশাল এই এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এর মাধ্যমে ফেনীর ফুটবলপ্রেমীরা একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। যার যার প্রিয় দলকে নিয়ে সবার আবেগ উত্তেজনা থাকবে, তবে সুশৃঙ্খলভাবে সবাই খেলা ও আনন্দ উপভোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *