চট্টগ্রামের সীতাকুন্ডে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ছাগলনাইয়ার দুই বন্ধু নিহত
নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড বাজারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাগলনাইয়া উপজেলার দুই যুবক নিহত হয়েছে।
নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মৌলভী সামছুল করিম কলেজের ২য় বর্ষের ছাত্র মোঃ ইউনুছ (২২) এবং ছাগলনাইয়া পৌরসভার পূর্ব ছাগলনাইয়া গ্রামের (দক্ষিন পাড়া) মোঃ বেলাল হোসেনের ছেলে শহীদ জিয়া আলিম মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র শাহ জালাল (২১)। সূত্র জানায়, নিহত ইউনুছ ও জালাল দুইজন বন্ধু।
মোটরসাইকেল যোগে দুই বন্ধু সীতাকুন্ডে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়।
What's Your Reaction?