ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নে বাংলাদেশ মসজিদ মিশনের ইমাম সম্মেলন অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫নং মহামায়া ইউনিয়নের চাঁদগাজী ইসলামী জাব্বারীয় সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এ প্রতিপাদ্যে মসজিদ মিশনের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতায় ১লা মে সকালে ‘ইমাম সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আমীর অধ্যক্ষ খুরশিদ আলম মজুমদার-এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুর রউফ, মাওলানা আবু মোহাম্মদ মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন মসজিদ মিশনের মহামায়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম উক্ত সম্মেলনে সঞ্চালনা করেন মহামায়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস।
উক্ত সম্মেলনে ৬৬জন খতিব ও ইমাম অংশ গ্রহন করেন। প্রধান অতিথি বলেন, কুরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল ইমামগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা জন্য আল কুরআন ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সম্মেলনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি খতিব ও ইমামদের কে আন্তরিক অভিনন্দন জানিয়ে সম্মেলন সমাপ্তি ঘোষণা করেন।
What's Your Reaction?