ছাগলনাইয়ায় জাসদের সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত

কফিল উদ্দিন মজুমদার:
ফেনীর ছাগলনাইয়ার জিরো পয়েন্টে “মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পুনর্জাগরণ সংঘটিত করো। বৈষম্যের অবসান করো, সুশাসন ও সমাজতন্ত্রের পথ ধরো, জ্বালানী তেল, সার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও”, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র প্রতিষ্ঠার ৫০ বছর (৩১ অক্টোবর ১৯৭২ থেকে ৩১ অক্টোবর ২০২২) উপলক্ষে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)—এর সাধারণ সম্পাদক ও ফেনী—১ আসন ( ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম)—এর সাংসদ শিরীন আখতার।

ছাগলনাইয়ার জিরো পয়েন্টে জাসদের মশাল মিছিল – তাং- ২৭-১০-২০২২

ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই—এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন, ফেনী জেলা জাসদের সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীগণ ছাগলনাইয়া পৌর শহরে মশাল মিছিলে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *