ছাগলনাইয়ায় করৈয়া হাইস্কুলে দৃষ্টি নন্দন মসজিদ নির্মান করল ৯৬ ব্যাচ

নিজস্ব প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী করৈয়া হাইস্কুলের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত দৃষ্টি নন্দন স্কুল মসজিদের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) আসরের নামাজের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন ১৯৯৬ ব্যাচের কৃতি ছাত্র বিজিএমইএ’র ডিরেক্টর ও মসজিদ নির্মানে প্রধান পৃষ্ঠপোষক, ফ্যাশন পাওয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মিজানুর রহমান নয়ন। স্কুল মসজিদটি ১৯৮০ সালে প্রথম যাত্রা শুরু করলেও ছিল জীর্নশীর্ন। ১৯৯৬ ব্যাচের উদ্যোগে ও অর্থায়নে মসজিদ ভবনটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ৩ শতাংশ জমি উপর ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মসজিদটিতে রয়েছে আধুনিক নির্মান শৈলী। তিন তলা ফাউন্ডেশনের এ মসজিদ প্রথম তলা নির্মিত হয়েছে। মসজিদ থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদ নির্মানে জেনারেশন ৯৬ ফাউন্ডেশন ছাড়াও উল্লেখযোগ্য অর্থায়ন করেছে ৯৬ ব্যাচের ছাত্রের শিল্প প্রতিষ্ঠান ফ্যাশন পাওয়ার গ্রুপ ও মিয়াজি মোটরস। কাজ শুরু করার এক বছরের মধ্যে উদ্বোধন হলো এ মসজিদ।

মসজিদের উদ্বোধন করেন মসজিদ নির্মানে প্রধান পৃষ্ঠপোষক, ফ্যাশন পাওয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মিজানুর রহমান নয়ন।

উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ৯৬ ব্যাচের ছাত্র মিজানুর রহমান নয়ন, শরিফুল ইসলাম রাজিব, শাহলম সোহাগ, মনছুর আলম পাটোয়ারী, বেলাল হোসেন, মকছুদ আলম মিন্টু, নুরুল আলম, মাহমুদুল হক খন্দকার মুরাদ প্রমুখ। এছাড়া করৈয়া হাইস্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুঁইয়া বাদশা, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ সেলিম, প্রধান শিক্ষক জহিরুল আলম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন করৈয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি হাজী রুহুল আমিন। দোয়া মুনাজাত পরিচালনা করেন করৈয়া মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা নুরুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *